শনিবার, ১২ Jul ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে”তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২জানুয়ারি)বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। প্রতি গ্রুপে ২ জন করে ৫টি গ্রুপে ১০ জন শিক্ষার্থী কর্মশালায় তাদের ভাবনার কথা লিখিত ভাবে লিপিবদ্ধ করে পাঠ করে উপস্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম,সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ,আশাশুনি সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,প্রেস ক্লাব সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,আলিয়া মাদ্রাসার সুপার ড.আবুল হাসান, প্রভাষক মুকুন্দ কুমার,শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।#