শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। বুধবার(২২জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিন চাপড়া বাসস্ট্যান্ডে চৌরঙ্গীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,আশাশুনি মরিচ্চাপ ব্রীজ পার হয়ে দক্ষিণ চাপড়া গ্রামের জাকির হোসেনের পুত্র ইনান (২২) বাড়ী ফেরার পথে দক্ষিণ চাপড়া বাসস্ট্যান্ড চৌরঙ্গী মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের জনৈক তৌহিদুল ইসলাম ইজিবাইক নিয়ে আশাশুনি অভিমুখে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ইনান ও ইজিবাইক ড্রাইভার তৌহিদ আহত হয়। ইনান গুরুতর আহত হওয়ায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল ও ইজিবাইকের সামনে ব্যাপক ক্ষতি হয়েছে।