রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলা জামায়াত কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী কর্ম পরিষদ ও শুরা সদস্য এবি এম আলমগীর পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য আফসার উদ্দিন খাঁ। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য টিম সদস্য হিসাবে দায়িত্ব পালনকারীদের নাম এবং তারা যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন ও যে ওয়ার্ডে তদারকী করবেন তা নির্ধারণ করা হয়।
নবনির্বাচিব কমিটি হলেন,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, বিভাগ- মহিলা, ছাত্রী, পরিকল্পনা। সেক্রেটারী। অফিস, রাজনীতি, প্রচার, মিডিয়া, আইন আদালত, মানবাধিকার মাওঃ আঃ হাই -২। শহীদুজ্জামান বাবলু সহ সেক্রেটারী। বাইতুলমাল, সমাজ কল্যাণ। ওয়ার্ড আশাশুনি-১। টিম সদস্য বেলাল হোসেন, যুব পেশাজীবি মানব সম্পদ, হাড়িভাঙ্গা ও বলাবাড়িয়া। মাওঃ জোবায়ের হোসেন, ওলামা তালিমুল কুরআন মুফাচ্ছির হাফেজ কল্যাণ, সোদকনা। মাওঃ কামরুল ইসলাম, তারবীয়াত সংগঠন, দুর্গাপুর। মোবারক হোসেন, ব্যবসায়ী সমিতি, শ্রীকলস। আঃ আজিজ, দাওয়া প্রকাশনা, শ্রীকলস। মাছুম বিল্লাহ, সাংস্কৃতি তথ্য গবেষণা, বলাবাড়িয়া। সিরাজুল ইসলাম, নির্বাচন, কোদন্ডা। আবুল কাশেম, শ্রমিক কল্যাণ বিভাগ, ওয়ার্ড আদালতপুর।