শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
কুলিয়া প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় যুব নেতৃত্বে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেনতা বৃদ্ধি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে কুলিয়া ইউনিয়নে ৩০জন যুবক-যুবতীদের নিয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলের সভাপতিত্বে ও ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্ত্তী। প্রশিক্ষণে বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা ও কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন। তারা বলেন, দুর্যোগ বন্ধ করা সম্ভব নয়, তবে সময় উপযোগী পদক্ষেপ সঠিক ও সুদুর প্রসারী পরিকল্পনা এবং প্রচুর পরিমান প্রশিক্ষিত যুবক-যুবতীরা হতে পারে ক্ষয়-ক্ষতি কমানোর ও জানমাল রক্ষার উপায়। এজন্য এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যারা তারা নিজেদের সমাজকে নিজেরাই দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে পারে। দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন। যেখানে ঘুর্ণিঝড়, বন্যা, লবনাক্ততা, জলাবদ্ধতা এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ বারবার সংগঠিত হয়। দুর্যোগের প্রভাব মোকাবিলার জন্য সমাজের যুবাদের সক্রিয় ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে বিভিন্ন প্রকার দুর্যোগের কারন, প্রতিরোধ/প্রতিকার, বিভিন্ন দুর্যোগে(পূর্বে ও পরে) প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করেন দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্ত্তী। এসময় ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ডিআরআর ফ্যাসিলিটেটর রফিকুল ইসলামসহ ৩০জন যুবক-যুবতী উপস্থিত ছিলেন।