বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি:দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮জানুয়ারী) বিকাল ৩ঘটিকায় কুলিয়া বাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ডিবেট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, মোঃ শাহ্ আলম বাদশা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবহাটা উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন। এসময় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, সহকারি সেক্রেটারি মোজাইদুল আলম, ইউনিয়ন টিম সদস্য আফতাবুজ্জামান, জনাব মাগফুর রহমানসহ স্থানীয় নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।