শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করেছে রংপুর রাইডার্স। পাকিস্তানের দু’ ব্যাটার ইফতিখার আহমেদ ৪৯ ও খুশদিল শাহ অপরাজিত ৪৬ এবং সাইফ হাসান ৪০ রান করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৪ রান তুলে রংপুর রাইডার্স। আফগানিস্তানের স্পিনার আমির হামজার বলে দু’টি চার ও একটি ছক্কা মারেন রংপুরের যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর।
মারমুখী শুরুর পর দলীয় ২০ রানে দু’ ওপেনার টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে হারায় রংপুর। টেইলর ৭ বলে ১৪ ও হেলস ৫ রানে আউট হন। শুরুর ধাক্কা সামাল দিতে তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন সাইফ ও পাকিস্তানের ইফতিখার। দু’টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে শিকার করে জুটি ভাঙ্গেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু।
হাফ-সেঞ্চুরি দোরগোড়ায় গিয়ে বাবুর শিকার হন ইফতেখার। আটটি চারে ৩৮ বলে ৪৯ রান করেন ইফতিখার।
ইফতিখারের বিদায়ে ক্রিজে এসে ক্যামিও ইনিংস খেলে রংপুরের রান দেড়শ পার করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় ১৭৩ রানে আউট হবার আগে ছয়টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।
ইনিংসের শেষ পর্যন্ত খেলে রংপুরকে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন খুশদিল। তিনটি করে চার-ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন খুশদিল। বাবু ৪৩ রানে তিনটি ও মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ক্যাপিটালস বিনা উইকেটে ৬.৩ ওভারে ৫৯ রান করে।