রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
তালা (সাতক্ষীরা )সংবাদদাতা:
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় শ্রমজীবি মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখা। ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যার পর তালার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ বাজারে তালার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ড. তৈয়বুর রহমান এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইন্জিন ভ্যান চালকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, তালা উপজেলা
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান। ইউপি সদস্য আঃ হাকিম, ইউপি সদস্য মাওলানা খসরুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বাহাউদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।