রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
আলা মামুন,তালা প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়নের রাজাপুর ও হরিহরনগর বাজারে জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় রাজাপুর ও সন্ধারপর হরিহরনগর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল গফুর’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করা হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট,কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ।