শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার সেশনের কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সেক্রেটারী মনোনিত হলেন এইচ এম ইমদাদুল হক।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে কেন্দ্রীয় জামায়াতের শূরা অন্যতম সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এর উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচিত কর্মপরিষদ ও শূরা সদস্যদের সাথে পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারী হিসেবে এইচ এম ইমদাদুল হককে মনোনিত করা হয়। পরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, এইচ এম ইমদাদুল হক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি এবং কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।