শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন জামায়াত অফিসে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মোজাহিদুল আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ওলিউল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম হোসেন, সহ-সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, অফিস ও অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী, মিডিয়া সম্পাদক আল ইমরান, প্রচার সম্পাদক মেহেদী হাসান শিমু, দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন রাসেল, প্রশিক্ষণ সম্পাদক মাহবুবুর রহমান, সমাজসেবা সম্পাদক মেহেদী হাসান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব দায়িত্বশীলবৃন্দ।