শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
খালিদ হোসেন, নওয়াপাড়া প্রতিনিধি :
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে বার্ষিক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ বার্ষিক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড সভাপতি জাকির হোসাইন’র সভাপতিত্বে ও সেক্রেটারী আল আমিন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সেখ ইসরাইল আসেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী শেখ রফিক হাসান, টিম সদস্য এহসানুল হক সহ স্থানীয় নেতৃত্ব বৃন্দ।