রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে সেকেন্দ্রা বাজারে গণসংযোগ করা হয়েছে।
১৯ এপ্রিল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
এ সময় মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। উক্ত দাওয়াতী পক্ষ ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সহ-সেক্রেটারী আব্দুল গফুর সরদার, টিম সদস্য মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।