শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দীর্ঘ প্রায় পাঁচ বছর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে। গত (১৭ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্যাডে ৭ সদস্যের একটি কমিটি অনুমোদিত হয়।
যা আগামী ৩০ দিনের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে পদপ্রাপ্ত নেতারা হলেন সভাপতি ইমরান হোসেন, সিনিয়র-সহ সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, সিনিয়র-যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) তানজির মাতিন, ছাত্রী বিষয়ক সম্পাদক শিলা পারভীনকে মনোনিত করা হয়।
উল্লেখ্য যে, গত ৪ মে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের উপস্থিতে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয়।
ভোটে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ইমরান হোসেন ও রাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন মো: ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু। এতে সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম নির্বাচিত হয়।