রবিবার, ১১ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইন্ডাসট্রিয়াল্টিস এন্ড বিজনেজমেন ওয়েফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা আইবিডব্লিউএফ’র অফিস কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক সভায় আইবিডব্লিউএফ’র উপজেলা সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হান্নান’র সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাসুদ আল আযম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ’র জেলা সভাপতি মহিউদ্দীন মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আইবিডব্লিউএফ’র উপদেষ্টা মাওলানা সামছুল আরিফ, উপজেলা আইবিডব্লিউএফ’র তদারককারী আব্দুল গফুর সরদার, উপজেলা আইবিডব্লিউএফ’র সহ সভাপতি মনিরুল ইসলাম, ইলিয়াস হোসাইন, জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারী এহছানুল হক, অর্থ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আরিফ বিল্লাহ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান, পারুলিয়া বাজার কমিটির সভাপতি সোহরাব হোসাইন, সেক্রেটারী মিজানুর রহমান, সখিপুর বাজার কমিটির সভাপতি আজহারুল ইসলাম, গাজীরহাট বাজার কমিটি প্রতিনিধি রানা হামিদ সহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দরা।