শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার গাজীরহাট তারুণ্য শিল্পি গোষ্ঠীর আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীরহাট বাজার সংলগ্নে এ সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে তারুণ্য শিল্পি গোষ্ঠীর চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন,কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আ: গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সেক্রেটারী রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সোহরাব হোসেন, সহ-সেক্রটারী ও স্বত্বাধিকারী,
মেসার্স আদর্শ আমিনিয়া ট্রেডার্স জাহাঙ্গীর আলম মিলন প্রমুখ।
উল্লেখ, বিশেষ আকর্ষণ ছিলেন, উত্তাল শিল্পি গোষ্ঠী ও উদ্দীপন শিল্পি গোষ্ঠী, সাতক্ষীরা।
নাটক পরিবেশন করেন, ইয়াছিন আরাফাত ও ইমরান হোসেন।