শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা সংস্কার করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। শুক্রবার (২০ জুন) এ কাজে অংশ নেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা।
জানা যায়, বৃষ্টির কারণে পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যার ফলে এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দেয়। সাধারণ মানুষের এই কষ্ট লাঘবের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাজান আলী, ওয়ার্ড সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দরা।
এসময় দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম জানান, বাংলাদেশ জামায়াত ইসলাম দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য কাজ করে। সামাজিক সমস্যা, জনভোগান্তি রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে করে এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দেয়। সাধারণ মানুষের এই কষ্ট লাঘব করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেছে।