শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এ আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, স্বাস্থ্য উপদেষ্টা ডা: মাহমুদুল হাসান,দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান মুকুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইলিয়াস হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইমরান হোসেন ইমু,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডা: মনিরুজ্জামান ও যুগ্ন সাংগঠনিক সম্পাদক মেজবা কামাল মুন্না, বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন ও যুবদল নেতা রাফিজুর রহমান রাফিজ প্রমুখ।