বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় ইউনিয়ন জামায়াত অফিসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইসরাইল আসেকে মাগফুর, আব্দুর গফুর সরদার, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী রবিউল ইসলাম, অফিস সেক্রেটারী মোমিনুর রহমান, টিম সদস্য জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ যে, ইউনিয়নের ১২ জন পুরুষ ও ৬ জন মহিলাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।