শনিবার, ১২ Jul ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুন) বিকাল ৩টায় কুলিয়া এলাহীবক্স দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট হিসেবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ভোটকেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও শক্তিশালী করতে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কেন্দ্রে যাতে আবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়ে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মো. সোলাইমান হোসাইন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, আব্দুল গফুর সরদার, মাওলানা আনোয়ারুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ হাবিবুল্লাহ বাশার, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।