বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে পিতা মাতা ও সন্তানদের মোটিভেশনের জন্য পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও শীতকালীন পিঠা উৎসব-২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক এইচ এম ইমদাদুল হক’র সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদ সদস্য নাসিরউদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ডিবেট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিএনপির জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, সরকারি কেবিএ কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু তালেব, আজহারুল ইসলাম, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির সেক্রেটারী সাদিকুল ইসলাম, অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমুখ।