শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। মহান স্বাধীনতা দিবসে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্ত্রী রাবেয়া খাতুন, শাহজাহান মাস্টারের পুত্র ফারুক মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। পরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের স্ত্রীর সুস্থতা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন উপজেলা প্রশাসনের নের্তৃবৃন্দরা।