শনিবার, ১২ Jul ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি ও বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে পরামর্শমূলক কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আলোচনা সভায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমাপ কুমার পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাস, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায়, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের মনিটরিং এন্ড মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট শরিফুজ্জামান।