শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি :
মাদককে না বলুন,সাহিত্য চর্চায় এগিয়ে চলুন এই স্লোগানকে সামনে রেখে জেলা সাহিত্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সাহিত্য – সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুম এ সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
এ সাহিত্য সাংস্কৃতিক উৎসবে জেলা সাহিত্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার’ র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, জেলা সাহিত্য পরিষদ’র জেলা সভাপতি শহীদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, জেলা সাহিত্য পরিষদ জেলা সহ-সভাপতি আব্দুর রব ওয়ারছি, মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ম জামাল, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটন,জেলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য হাসিনা খাতুন, কুলিয়া ইউপি সদস্য ফতেমা খাতুন ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাহিত্য অনুরাগী সুশীল সমাজের ব্যক্তিবর্গ।