রবিবার, ১৩ Jul ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার স্বনামধন্য নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মাহমুদুন্নবী খান ও মোমেনা খানমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের গর্ভানিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ,কালিগঞ্জ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মোঃ আকবার হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবন ধারা পাঠ, কবিতা আবৃত্তি, একক অভিনয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।