শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
শেখ মাসুদুর রহমান (পাটকেলঘাটা প্রতিনিধি):- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে, পাটকেলঘাটা আদর্শ থানা শাখা ছাত্রশিবির এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন,ইসলামী ছাত্রশিবিরের পাটকেলঘাটা আদর্শ থানা শাখার সভাপতি মুজাহিদ শেখ।
অতিথী হিসেবে ছিলেন, সরুলিয়া ইউনিয়ন জামায়াতে র সাবেক আমির ও বর্তমান পেশাজীবি সংগঠনের উপজেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম।
বৃহস্পতিবার (৬ ই ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ক্যাম্পেইন করা হয়। উক্ত ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা র শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ইসলামী ছাত্রশিবির পাটকেলঘাটা আদর্শ থানা শাখার সেক্রেটারি মোঃ ওমর ফারুক, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আজহারুল ইসলাম, সাংবাদিক শেখ মাসুদুর রহমান’সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।