শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন। ২০ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষক মো: ওমর ফারুক, অভিভাবক সদস্য মো: হাসান শরিফ এবং সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।