বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী পারিবারিক হাঁস মুরগি পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ৩ টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড এর দক্ষিণ সুলতানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এবং কোর্স কো-অডিনেটর কাজী সুবীর হাসান শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। চলতি অর্থবছরের ১৩ তম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে সাতক্ষীরা পৌর এলাকার ৩০ জন যুব পুরুষ এবং মহিলা অংশগ্রহণ করেন।