শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি:
জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে যাকাত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুর ২:৩০ মিনিটে শ্যামনগর সরকারি মহসিন কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
সেমিনারে বক্তারা ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, যাকাত কেবল আর্থিক লেনদেন নয়, এটি সমাজের দরিদ্র শ্রেণীর জন্য একটি কল্যাণমূলক ব্যবস্থা। ইসলামী শরীয়াহ অনুযায়ী যাকাতের সঠিক বণ্টন সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এবং বৈষম্য দূর করতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা যাকাতের বিধান, প্রযোজ্যতা ও সঠিক ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন। সেমিনার শেষে বক্তারা উপস্থিত সকলকে যাকাতের প্রতি যত্নবান হয়ে তা যথাযথভাবে আদায় করার উদাত্ত আহ্বান জানান।