শনিবার, ১২ Jul ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা-২০২৫।
সোমবার (১৩ জানুয়ারি) ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজন করা হয় এ মেলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা মেলায় হাজির করে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের শত সামগ্রী। হারিকেন, টেমি, দেলকো, ঢেঁকি, রেডিও, যাঁতি, হামানদিস্তা, হ্যাজাক, অচল মুদ্রা, নকশীকাঁথাসহ বিভিন্ন পিতল-কাসার তৈজসপত্র নজর কাড়ে দর্শনার্থী ও অতিথিদের। এছাড়া মাটির তৈরি তৈজসপত্রের সমাহার লক্ষ্য করা যায় মেলায়। মেলায় ৬টি পৃথক স্টলে তুলে ধরা হয় এসব হারিয়ে যাওয়া গৌরবময় ঐতিহ্য। মেলার নান্দনিক আয়োজনের পাশাপাশি ছিল সুর ও ছন্দের আবেশভরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ।
বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টলের আতিথেয়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ মাজেদ, শামিম রেজা রাজু, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।