বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলার বনবিবিবটতলা হতে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রদক্ষিণ করে দেবহাটা ফুটবল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলাইমান হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াছির আরাফাত লিপু, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।