শনিবার, ১২ Jul ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে প্রতিবন্ধীদের পূনর্বাসনে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নুর মোহাম্মদ গাজীকে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
বাড়িতে যেয়ে যেয়ে প্রতিবন্ধীদের পূনর্বাসনে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান। সেখানে আরোও উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন আমীর আনোয়ার কবির, সেক্রেটারী মাওলানা রোকনুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা সমাজ সেবা দল, মত, ধর্ম, বর্ণের উধ্বে বিবেচনা করি। জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে।
তিনি আরো বলেন, আমাদের দলের নেতৃবৃন্দ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের দ্বারা রাষ্ট্রের এক পয়সাও দুর্নীতি কিংবা লুটপাট হয়নি। জামায়াতে ইসলামী দায়িত্বকে জনগণের আমানত মনে করে। তাই জনগণ জামায়াতে ইসলামীর হাতে সমাজের দায়িত্ব দিলে জনগণকে তাদের প্রত্যাশিত ও বৈষম্যহীন একটি সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ।